বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, (সাবেক) মুক্তি যোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক দুরুল হোদা, ৪-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বক্তব্যের মাঝে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি হল সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতীর বসবাস। সমাজে বসবাসরতসব সম্প্রদায়ের ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব নিয়ে বসবাস করলে সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় থাকবে। এবং সব ধর্মেই সম্প্রীতির কথা আছে। ইসলাম ধর্মে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে।