বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ওরাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজলা মিনি কনফারেন্সে রুমে উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তিবরগ। আলোচনা শেষে প্রত্যক কৃষকদের মাঝে ৫কেজি উফসি আউশ ধানের বীজ,২০কেজি ডিএপি সার,১০কেজি পটাশ সার বিতরন করেন। উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, এ বছর চলতি মৌসুমে নাচোল উপজেলায় ২হাজার কৃষককে এ প্রনোদোনা প্রদান করা হবে।