মোঃ মনিরুল ইসলাম নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারে ৩টি দোকান মালিককে বিভিন্ন অপরাধে জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১টার দিকে নাচোল রেলস্টেশন বাজারে ২-টি মুদিখানা দোকানে অভিযান পরিচালনা করে মিয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় ৩-হাজার ও বাসস্ট্যান্ড মোড়ে ১-টি খাবার হোটেল মালিককে ৩হাজার, মোট ৬হাজার টাকা জরিমানা করেন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম। জরিমানার পর দোকান মালিকদের সতর্ক করে বলেন, এসব মেয়াদ উত্তীর্ণ মালামাল ও খাবার হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এরপর জেল অথবা বড়ধরনের জরিমানা হবে। অভিযান পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন, নাচোল থানার এএসআই ফারুকসহ কনস্টেবলরা।