চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গত সভার রেজুলেশন পার্ট ও কর্ম পরিকল্পনা পেশ করেন পৌর সচিব খাইরুল ইসলাম। নির্ধারিত বিষয়ের উপর পৌরসভা উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন টিএলসিসির সদস্য ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর
রহমান,একরামুল হক, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি বেলাল উদ্দিন,পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড এর টিএলসিসি সদস্য আনারুল ইসলাম। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেক রহমান, সমাজসেবী আব্দুল মান্নান, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ। সভায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ,রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,পাড়া মহল্লায় বিদ্যুৎ সংযোগ, জন্মনিবন্ধন এর জন্য সচেতনতা বৃদ্ধি,যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।