শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

নাটোরে স্কুল মাঠে জলাবদ্ধতা, শ্রেণিকক্ষে পানি, শিক্ষা কার্যক্রম ব্যাহত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

পানির ভিতরে দাঁড়িয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, চলাচলের সড়ক তলিয়ে গেছে পানির নিচে। পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি।

নাটোর সদর উপজেলা ছাতনী ইউনিয়নের নান্নুর মোড় এলাকায় অবস্থিত চক আমহাটি উচ্চ বিদ্যালয় ।

শিক্ষার্থীরা বলছেন , বিদ্যালয় মাঠে ও আসার সড়ক এমনকি শ্রেনী কক্ষের ভিতরেও পানি থাকার কারণে ক্লাস করতে পারছেন না ছাত্র-ছাত্রী। ছাত্র ছাত্রীরা বিদ্যালয় আসার পথে পা পিছলে পড়ে গিয়ে পড়নের কাপড়চোপড় নষ্ট হয়ে যায় এমন কি বই খাতা ভিজে নষ্ট হয়ে যায়। তাই তারা এর থেকে প্রতিকার চান স্থানীয় প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

চক আমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলছেন , সামান্য বৃষ্টিপাত হলেই মাঠে এসেম্বিলি করা সম্ভব হয় না, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারে না এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পানি প্রবেশ করায়, ক্লাস নিতেও সমস্যা হয়, আর এ সমস্যার কারণে অনুপস্থিত থাকে অনেক শিক্ষার্থী। আর কিছু দিন পরে বার্ষিক পরীক্ষা। এখন যদি ছাত্র ছাত্রী বিদ্যালয় না আসে তাহলে তাদের রেজাল্ট খারাপ করবে। তাই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা জন্য স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ,জেলা প্রশাসক শামীম আহমেদ ও জেলা শিক্ষা অফিসার আকতার হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি মোঃ এমদাদুল হক মিয়াজী ছাতনী ইউপি ৯নং ওয়ার্ড সদস্য বলেন , এই স্কুলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন নইলে ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। রাজনৈতিক, প্রশাসনিক সকলকে এগিয়ে আসতে হবে তাহলেই এই অবস্থা থেকে উন্নীত হতে পারে।

জেলা শিক্ষায় কর্মকর্তা আকতার হোসেন জানান, আমি নিজে স্কুলটি সরজমিনে পরিদর্শন করব, বিদ্যালয় কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তারপরে উদ্ধতন কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে।

পানি নিষ্কাশনের পথ অবমুক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান যাতে ব্যাহত না হয় সে বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অভিভাবক ও সচেতন নাগরিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com