শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

নারায়ণপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা এবং সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নারায়ণপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান নাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, নারায়ণপুর দারুল হুদা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল ওহাব, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষার্থী আবু ওবায়দা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক নেতা জুবায়ের আহমেদ রনি।
সমাবেশে প্রধান অতিথি দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে বলেন, আপনারা সীমান্ত এলাকায় বসবাস করছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা বাল্যবিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, মাদককে না বলবেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখবেন। সন্তানদের খোঁজ রাখবেন, তারা যেন কোনো দুষ্টের পাল্লায় পড়ে বিপথে চলে না যায়। আপনারা হয়তো ভাবছেন, অল্পবয়সী মেয়েটার বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে; কিন্তু তা সঠিক নয়। আপনাদের চারপাশেই আছে, নানা কারণে তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে এসে মেয়েটি বাপের ঘাড়ের বোঝা হচ্ছে। শুধু তাই নয়, সাথে একটি বা দুটি সন্তান নিয়ে ফিরে আসছে। বাল্যবিয়ের কারণে মেয়েটির জীবন নষ্ট করে ফেলছেন। এটা করা যাবে না। এছাড়াও তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনাসহ সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com