বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক- সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দ করণীয় সম্পর্কে প্রধান অতিথি আব্দুস সামাদ বিস্তারিত আলোচনা করেন ও করণীয় বিষয় তুলে ধরেন।