মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র অয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নাচোল-রহনপুর সড়কের মহিলা কলেজের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর কামাল, জেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজাসহ বিএনপির ও অংগসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ দেশে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে ও বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে নেতারা দাবী করেন।