বিডি ঢাকা অনলাইন ডেস্ক
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২২ যথাযোগ্য মর্যাদায় ও শান্তি-শৃংখলা ভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর ভাবিচা ইউনিয়ন পরিষদে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কর্মতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: ওবায়দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুশিত কুমার সরকার, ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য মোঃ রুহুল আমিন, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মেহেদী হাসান মামুন, ৭ নং ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আনজুয়ারা বিবি সহ ১১ টি পূজা মন্ডপের সভাপতি বৃন্দ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুল হক বলেন, আমাদের যেমন বছরে দুইটা ঈদ তেমনি আপনাদের এই শারদীয় দুর্গাপূজা, আমাদের যখন ঈদ আসে তখন বাংলাদেশের ১৮ কোটি মানুষ আনন্দ উৎসবে ভাসি, আবার যখন দুর্গাপূজা আসে ঠিক ১৮ কোটি মানুষই আমরা উৎসব করি, ধর্ম যার যার উৎসব সবার, তিনি আরো বলেন আপনাদের কাছে অনুরোধ করছি পূজা মন্ডপে মাইক টা যেন উচ্চ সরে না বাজে, আর আজান নামাজের সময় আপনারা খেয়াল রাখবেন, বিগত দিনে দেখেছি আযানের সময় সূচি আপনাদের মন্ডপে টাঙ্গানো থাকে এ বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন। আলোচনা ও মতবিনিময় শেষে আলহাজ্ব মোঃ ওবায়দুল হক, চেয়ারম্যান, ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩নং ভাবিচা ইউনিয়নের ১১টি পূজা মন্দিরের সভাপতিদের হাতে ১৫০০ টাকা করে মোট ১৬ হাজার ৫০০ টাকা প্রদান করেন।