বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচনের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি সোমাবর বিকেলে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে চাঁপাইননবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুসহ অন্য নেতৃবৃন্দ।
অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হারুনুর রশীদের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অন্যদের উপস্থিত ছিলেন— জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আব্দুল বারেক, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আমিনুল ইসলাম মতি, নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ অন্যরা।
হারুনুর রশীদ বলেন— আমরা গত ১৫টি বছর মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবু আমরা আত্মসমর্পণ করিনি, পালিয়ে যাইনি, পরাজিত হইনি। তিনি বলেন, গতবছরের জুলাই-আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে— এই প্রতিজ্ঞায় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত চলছে।
হারুন বলেন, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার জন্য আমরা আপোসহীনভাবে লড়াই চালিয়ে যাবো। আমরা কোনো আপোস করব না, নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে। নির্বাচন যদি বানচাল হয় তাহলে পরাজিত শক্তি আবার ফিরে আসবে।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে নাচোল বাসস্ট্যান্ডে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে শেষ হয়।
উপজেলা ও পৌর বিএনপি এই র‌্যালির আয়োজন করে।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক নূর কামালসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com