বিডি ঢাকা অনলাইন ডেস্ক
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব আমিরুল ইসলাম বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৪২৭ টাকা আর ব্যয় ৪ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৪২৭ টাকা ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫০ হাজার টাকা।
চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবেদ আলী দেওয়ান, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, শ্রীমন্ততপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আজিজুর রহমান ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুু তালেব।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।