বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্বাস্থ্য পরিদর্শকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াসের নেজামপুর সমৃদ্ধি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিদর্শকরা নিয়োজিত থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, জোন প্রধান শাহাদাৎ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. উজ্জল হোসেনসহ সমৃদ্ধি টিমের সদস্যরা।