বিডি ঢাকা অনলাইন ডেস্ক
রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওহাটা পৌরসভা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান।
মঙ্গলবার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এসময় উপজেলা চেয়ারম্যান নব-নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন- দল, সমাজ, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
জনপ্রতিনিধিদের পাশাপাশি নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের সকল সেবা জনগণ পেয়ে থাকেন। সকলকে সাথে নিয়ে প্রান্তিক জনগণের দুঃখ-কষ্ট লাঘবে তাদের পাশে থাকার আহবান জানান তিনি।