বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।
মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।