অনলাইন নিউজ : মহামারি কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে ফের আসতে পারে বিধিনিষেধ।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও বিধিনিষেধ জারি করা হবে।’
গত জুলাই মাসের ২৩ তারিখ থেকে টানা কঠোর বিধিনিষেধ জারি ছিল। পরে ১১ আগস্ট গণপরিবহনসহ সবকিছু চালু করে দেওয়া হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশে দুই-আড়াই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। প্রতিদিন আক্রান্তও হচ্ছে ১০ হাজারের বেশি মানুষ। বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের।
এর আগে মঙ্গলবার দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়।