বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ১ হাজার ৬২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধান (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক লেবু প্রধান ওই উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ৬২০টি ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে র্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পুলিশ জানান, বিকেলে লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।