বিডি ঢাকা অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর উপজেলার ৫০০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে। সোমবার বিকেল ৪টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেনের নেতৃত্বে এই ইফতারি বিতরণ করা হয়।
লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, বিজিবির সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন প্রত্যন্ত অঞ্চলের এইসব হতদরিদ্র মানুষের মধ্যে ইফতারি বিতরণ করল। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সবসময়ই সমাজের গরিব দুস্থ এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, অনারারি উপপরিচালক শ্রী অসিত কুমার নন্দি, পিবিজিএমসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যগণ।