বিডি ঢাকা ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের পাদ্রীশিপুর ইউনিয়নের কানকি বাজার হয়ে বয়ে যাওয়া কানকি গাজীরহাট সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৫ কিলোমিটার সড়কটির ১ কিলোমিটার ইট সোলিং থাকলেও যাহা দুই যুগ আগের তৈরি। বর্তমানে ইট সোলিং অংশে সড়কের ইট উঠে গিয়ে বড় বড় গর্তে খানা-খন্দে ভরপুর হয়ে গেছে। বাকি প্রায় ৪ কিলোমিটার সড়ক মাটির তৈরি যাহা এখন বর্ষা মৌসুম চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের মানুষের। দীর্ঘতম মাটির তৈরি সড়কটি কয়েক যুগ আগের নির্মিত। সড়কে পুরো বছর জুড়েই বড় বড় গর্তে খানা-খন্দের কারনে কাদা মাটিতে ভড়ে থাকে। তবুও সড়কটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, এই সড়ক দিয়ে পাদশিবপুর, দুর্গাপুর, রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর, শাক বুনিয়া, এমপির বাজার, নান্টুর বাজারসহ ৫ টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। এ সকল গ্রামের মানুষের চলাচলের জন্য এই সড়কটি একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলতে যেতে একমাত্র ভরসা এই সড়ক। এম এ মালেক কলেজ, ছোটন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়, দূর্গাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ আট-দশটি স্কুল ও মাদ্রাসা রয়েছে। বর্ষা মৌসুমে হাটু পর্যন্ত কাদাপানিতে ডুবে থাকে এই সড়কটি। এতে প্রতিদিন এই সড়কের চলাচল করতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, সড়কটি আইডি নাম্বার ছিলনা। কিছুদিন আগে আইডি নাম্বার দেয়া হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।