বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকায় ঐতিহ্যবাহী পিঠালিতলা বিলকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে গাছে গাছে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে এবং পাখি শিকারে নিষেধাজ্ঞা জারি করে সাইন বোর্ড স্থাপন করেছেন। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে গাছে হাঁড়ি বাঁধা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের টুরিস্ট পুলিশ সুপার মোঃ মতিউর রহমান।
এর আগে বিলের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখেন এবং পাখিদের আনাগোনা দেখে অভিভূত হন। উল্লেখ্য পাখিরা ইতোমধ্যেই হাঁড়িগুলোতে বাসা বানিয়ে ডিম পাড়তে শুরু করেছে। তিনি পিঠালিতলা বিল কে পর্যটনের একটি বড় স্থান হিসেবে গড়ে তুলতে এর প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করার অভিপ্রায় ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। তিনি মেয়রের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন- প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। মানুষও প্রকৃতির সন্তান। এসময় পিঠালিতলা, মর্দানা, রানিহাটি, ধাঁইনগর, ও ছত্রাজিতপুরের পাখি শিকারিদের একটি তালিকা তাঁর হাতে তুলে দেন। জনাব আবুল হায়াত বলেন- পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ। দ্রুত এ অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে।
শিবগঞ্জ পৌরসভা থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে পিঠালিতলা বিলের আঞ্চলিক সড়কের পাশে পাখির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে ।
শিবগঞ্জ পৌর মেয়র বলেন- আমাদের দেশ থেকে অনেক পাখি হারিয়ে যাচ্ছে। এ অঞ্চলে বেশ কিছু হিজল, শিমুল, অশ্বথ গাছ রোপন করা হবে। এসব গাছকে পাখিরা তাদের আবাস স্থল হিসাবে বেশি পছন্দ করে। এছাড়াও প্রতিবছর শীতে বাংলাদেশে অসংখ্য পরিযায়ী পাখির আগমন ঘটে। পরিযায়ী পাখিসহ নানা রকম পাখির কলরবে অচিরেই মুখরিত হবে এ এলাকা।
পাখির অভয়ারণ্য প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র ।