বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উৎপাদনে ভূমিকা রাখায় পাটচাষিদের ক্রেস্ট দেয়া হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটপণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধকরণে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। সূচনা বক্তব্য দেন- রাজশাহী পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার পাটচাষিরা অংশগ্রহণ করেন। এছাড়া পাটবীজ ও পাট উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন পাটচাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।