বিডি ঢাকা ডেস্ক
নোয়াখালী বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেন জিয়া মোহাম্মদ মোস্তাফিজ।
মানবিক পুলিশ অফিসার হিসেবে নোয়াখালীতে তিনি স্থাপন করেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার কার্যালয়ের দরজা কখনো বন্ধ থাকেনা। গরীব অসহায় মানুষগুলো যাতে সেবা পায় তাই সর্বক্ষণ অফিসের দরজা খুলেই দাপ্তরিক কাজ করেন তিনি।
এছাড়া সরাসরি না গিয়ে মুঠোফোনের মাধ্যমে সাহায্য চেয়েও কোন প্রকার হয়রানি ছাড়া উপকৃত হয়েছেন বলে জানান অনেকেই।এছাড়াও অফিসের নিচতলার একটি কক্ষে ইবাদতখানা তৈরি করে নিজে নামাজ পড়ার পাশাপাশি সকল কর্মকর্তা কর্মচারীদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করেন বলে জানান তার সহকর্মীরা।
তিনি জানান, ‘পুলিশ জনগণের বন্ধু, পুলিশ পরিচয়ের আগে আমি একজন মানুষ, মানুষ মানুষের জন্যই, প্রকৃত মানুষ কখনো অপর মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। মানবতা যেখানে গুমরে গুমরে কাঁদছে সেখান থেকে কেউ সরে দাড়াতে পারে না,নিজের মানবিকতা বোধ থেকেই কাজগুলো করি। মানুষের অতি আপনজন হওয়ার চেষ্টা করি। মানুষের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। আমি বিশ্বাস করি আমার কাজের পুরষ্কার আমাকে স্বয়ং আল্লাহ দিবেন,আপনাদের কাছে দোয়া চাই,আল্লাহ যেন আমাকে মানুষের সেবা করার বেশী বেশী সুযোগ করে দেন”।