বিডি ঢাকা ডেস্ক
‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার, ‘নিয়ম মেনে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’- এমন সব স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ-২০২৫ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান।
আলোচনায় অংশ নেন- চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সেকেন্ড অফিসার কার্তিক কুমার প্রাং, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সফল প্রবাসী সুমন আলী, হরিজন সম্প্রদায়ের রথিন্দ্র নাথ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
বক্তারা দেখে-শুনে, জেনে-বুঝে বিদেশ যাবার পরামর্শ দেন।