বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে মুরশালিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল।
এর আগে দুপুর ১২টার দিকে রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন রেলব্রিজ ঘাটে গোসল করতে নেমে মুরশালিন ডুবে যান।
মারা যাওয়া মুরশালিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মসজিদ-ই-নূর মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। কয়েকজন সহপাঠীর সঙ্গে রাজশাহী থেকে ট্রেনে করে রহনপুরে ঘুরতে এসেছিলেন। পরে তারা রেলস্টেশনের পাশে নদীতে গোসল করতে নামেন।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহতাব উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুরশালিনের সহপাঠী তাসরিফসহ অন্যরা জানান, সকালে ঘোরার উদ্দেশ্যে তারা রাজশাহী থেকে ট্রেনযোগে বেলা ১১টায় রহনপুর স্টেশনে এসে পৌঁছান। পরবর্তী ট্রেনে পুনরায় রাজশাহী ফিরে যেতেন। কিন্তু স্টেশনের পাশে নদীতে অন্যদের গোসল করতে দেখে তারাও পানিতে নেমে পড়েন। গোসলের একপর্যায়ে মুরশালিন ডুবে যান।
স্থানীয় কিশোর সায়েম বলেন, রেলব্রিজের ওপরে বসে তাদেরকে দেখছিলেন। গোসল করার সময় দুজনকে ডুবতে দেখে তিনি ব্রিজের ওপর থেকে লাফ দেন। একজনকে উদ্ধার করতে পারলেও মুরশালিনকে উদ্ধার করতে পারেননি।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, খরব পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৩টায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।