বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী বলেছেন বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। বর্তমান সরকার দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সংগঠন ডিজএ্যাবল্ড পিপলস অগানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি)’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাঃ গোলাম রাব্বানী বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা যেখানে আছে আমি সেখানে আছি । প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে আমি ও আমার সরকার সর্বক্ষণ পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় সকলকে ভোট দেওয়ার আহব্বান জানান এবং এবং সংগঠনে উন্নয়নের জন্য দশ হাজার টাকা প্রদান করেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্যি বিষয়ক সম্পাদক মোঃ শামসুদ্দিন বাবলু,, ডিপিওডির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আম্বিয়া খাতুন মিলি, মুসা মিয়া সহ সংগঠনে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।