নিউজ ডেস্ক : ছিল না কোনো স্লোগান। ছিল প্রতীকি কারাগারে বন্দী কলম, ঢোলের বাদ্য, প্রতিবাদী গ্ল্যাকার্ড, কাঁধে খবরের কাগজে লেখা স্লোগান আর কালো টিশার্ট। এ ভাবে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিবাদ জানাল নাট্য সংগঠন প্রাচ্যনাট।
সচিবালয় থেকে শাহবাগ ২ কিলোমিটারের এমন নাট্যযাত্রার শিরোনাম ছিল ‘রোজিনার সাথে নাট্যযাত্রা’। এ সময় ওই পদযাত্রায় বিভিন্ন নাট্যকর্মীরাও সংহতি জানান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সচিবালয়ের সামনে থেকে এই পথযাত্রা শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, একটা অস্বস্তিকর সময় যাচ্ছে অরাজকতার হাত ধরে। রুচি স্বাস্থ্যহীনতায় ভুগছে মানুষ, প্রদর্শন করছে নিজের পেশীশক্তি। অসামজস্যতা নিয়ে প্রশ্ন করতে গেলে আপনিও প্রশ্নের মুখোমুখি হন- এসব জানার আপনি কে? চুপ থাকেন, নিজেরটা বুঝে নেন, আর চোখ বুজে থাকেন। আপনি যদি না মানেন অপশক্তি আপনার টুটি চেপে ধরে আপনার কণ্ঠ রোধ করবে। এসব অপশক্তি যতবার টুটি চেপে ধরবে ততবারই কণ্ঠ দ্বিগুণ চিৎকার করে উঠবে। আমারও চিৎকার করতে চাই রোজিনার জন্য, চিৎকার করতে চাই দুর্নীতি বন্ধ করার জন্য।
তিনি বলেন, আমাদের করের টাকায় বেতন নিয়ে আমাদের হেনস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না।