বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে ১০টি ক্রিকেট দলের অংশগ্রহণে এই লীগ অনুষ্ঠিত হয়। গত ২০ মার্চ চূড়ান্ত খেলার দিন আবহাওয়াজনিত কারণে খেলাটি পরিত্যক্ত হলে উভয় দলের সম্মতিতে দুটি দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যুগ্ম চ্যাম্পিয়ন দল দুটি হচ্ছে পাইওনিয়র ক্রিকেট দল ও আলীনগর ক্লাব।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ক্রিকেট কমিটির সম্পাদক শেখ মো. ফরিদ সায়েম, জেলা ক্রীড়া সংস্থার মো. আজিমুল আহসান রিমন, মো. বদিউজ্জামান বুধু, মো. কামাল হোসেন ছোটকা, মো. আব্দুল হান্নান রজুসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।