বিডি ঢাকা ডেস্ক
সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। দেশের মানুষের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অতীতেও বিভিন্ন আন্দোলনে বিদেশ থেকে সমর্থন দিয়েছেন। তাদের অনুরোধের ভিত্তিতে ইলিশ রপ্তানির এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে, ইলিশ সরবরাহ বেশি থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হতে পারে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এ দুই দেশে মোট ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করা হবে। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়টিও বিবেচনা করা হবে।