বিডি ঢাকা ডেস্ক
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেল ৫টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ অন্যরা।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার বিষয়ে আলোচনার পর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।