বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শোকেসিংয়ে অংশ নিয়েছে জেলার বিভিন্ন স্কুল, শিক্ষা অফিসের কর্মীরা।
শোকেসিং উপলক্ষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে উদ্ভাবনী শক্তির বিকাশের বিকল্প নেই। এ জন্য সরকার উদ্ভাবনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ উদ্ভাবনী শোকেসিংয়ের উদ্দেশ্য হলো আমরা স্মার্ট এবং আধুনিক হবো। নাগরিক সেবা গ্রহণ করতে গিয়ে কেউ যেন প্রতিবন্ধকতার কবলে না পড়ে সেজন্য
নতুন নতুন ইনোভেটিভ উপায় বের করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার জেছের আলী, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. ফরিদ উদ্দিন হায়দার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনাসহ আরো অনেকে।