বিডি ঢাকা ডেস্ক
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমির মাটিকাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রবিবার বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটা ও পরিবহনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ফাজিলপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আবদুল হকের ছেলে আবুল কাশেমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ফেনী সদর উপজেলায় কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।