বিডি ঢাকা ডেস্ক
গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে, মাত্র এক শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে ৭৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৯৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
আরও জানানো হয়, গত ৮ থেকে ৯ ফেব্রুয়ারি রাজশাহী, পাবনা, নওগাঁ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। একই সময়ে বাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২২ ফেব্রুয়ারি কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি, ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত ২০ ফেব্রুয়ারি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সাতক্ষীরায় ৪৯ মিলিমিটার।