চট্টগ্রাম সংবাদদাতা: জন্মশত বার্ষিকীতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে তিনদিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে এই গ্রপ আর্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।খোরশেদ আলম সুজন বলেন, ‘বিশ্বের অনেক দেশে ইউরোপ, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক গণজাগরণ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতিসত্তার যে ধারাবাহিক জাগরণ এমনটি আমরা আর দেখি না। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফার আন্দোলন, এরপর ৬৯’র গণঅভ্যুত্থান সর্বোপরি মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে ভেসে গেছে তৎকালীন সাম্প্রদায়িক রাজনীতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটানো হয়।’