শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

বরগুনায় সর্দারসহ ৪ ডাকাত আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বরগুনার তালতলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করেছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার পরে বরগুনা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া এলাকা থেকে সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়।

জানা গেছে, বরগুনা ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে আটক করেন।

আটকরা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মহসীন (৩২)। সে বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামের জয়নাল গাজীর ছেলে। মহসীনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, যশোর, গাজীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। অন্যরা হলেন ঢাকার তুরাগ এলাকার আ. রহিমের ছেলে সাগর (২৬), কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিনের ছেলে উজ্জ্বল (৩৫) ও তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের তোফাজ্জেল গাজীর ছেলে ইউসুফ গাজী।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির উপ-পরিদর্শক ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক হাসানুজ্জামান ও নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সংঘবদ্ধ থাকা অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাতকে
আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে এ গুলো বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় লুট হওয়া অস্ত্রের গুলি। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম খান জানান, জেলা গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ থাকা অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাতকে আটক করে।

বৃহস্পতিবার তালতলী থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com