বিডি ঢাকা ডেস্ক
গৌরনদীর পশ্চিম বেজহার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, জাটকা পাচারের গোপন সংবাদ পেয়ে কয়েকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে।