অনলাইন নিউজ : বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
গতকাল রবিবার (২৬ জুন) সকাল ৬টায় পদ্মা সেতু সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়ার সময় থেকে আজ সোমবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত এই টাকা আদায় করা হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, এই সময়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
এর আগে গত শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।