রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০ কোটি টাকার প্রকল্পে অনিয়ম! নির্মাণকাজ শেষ হতেই পুকুরে ধসে পড়লো সড়ক ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগন্জের বরেন্দ্র অঞ্চলে কৃষি ক্ষেত্রে অভুতপুর্ব সাফল্যের রোল মডেল কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত অন্তত ৬৩ দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সিরাজগঞ্জে যমুনায় ভাঙন: নদীগর্ভে ফসলি জমি, বাড়িঘর বিলীন

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর, বিএসএফের দুঃখ প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে স্থানীয় ৫ কৃষককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারোমাসিয়া নদীর তীরে ৫০০ গজ অভ্যন্তরে সীমান্তের মেইন পিলারে ৯২৯ সাব পিলারের কাছে গোরুকমন্ডল সীমান্ত নামাটারী আব্দুল্লাহর বাড়ির উঠানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম ও ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অমিত শাহ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ভুট্টা ক্ষেতে কাজ করা বাংলাদেশি কৃষকরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা বাংলাদেশিরা হলেন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো. শামসুল, খোকা মিয়ার ছেলে জাবেদ আলী, আবুল কাশেমের ছেলে তাজুল ইসলাম, মুকুল মিয়ার ছেলে মো. রিপন ও মো. মান্নানের ছেলে কাশেম আলী।

মারধরের শিকার মো. শামসুল বলেন, ভারতের ৫ জওয়ান শূন্যরেখা পার হয়ে গ্রামে ঢুকে পড়ে। আমি জমিতে কাজ করছিলাম। তারা বলেন এখানে থাকা যাবে না, তোমরা চলে যাও। আমি বলি আমার জমিত আমি কাজ করবো না কেন? আপনারা আপনাদের দেশে চলে যান। এরপর বাগবিতণ্ডার একপর্যায়ে তারা আমার শার্টের কলার ধরে মারধর করে।

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভেতরে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে।

স্থানীয় বেলাল হোসেন বলেন, বিএসএফের সদস্যরা স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিজিবির গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা  পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। আমরা আজ দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির প্রতিবাদ জানালে তারা দুঃখ প্রকাশ করেন। ভবিষতে এমনটা ঘটবে না বলেও জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com