বিডি ঢাকা অনলাইন ডেস্ক: আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে,নির্বাচন কে কেন্দ্র করে সারাদেশে জেলা আইনজীবীদের কাছে ভোটের জন্য ছুটে বেড়াচ্ছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
আজ বুধবার(১১মে) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে স্থানীয় আইনজীবীদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড একরামুল হক ও সাবেক সুপ্রিম কোর্ট বারের আইনজীবী নেতা প্রয়াত এ্যাডঃ আবদুল বাসেত মজুমদারের সন্তান মোহাম্মদ সাঈদ আহমেদ(রাজা)।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পিপি মোঃ জবদুল হকের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য প্রার্থী সাঈদ আহমেদ রাজা প্রয়াত পিতার কর্মকাণ্ড তুলে ধরে বলেন,আইনজীবীদের সুবিধার্থে সারাদেশে ৬৪ জেলা আইনজীবী সমিতিতে ” আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট ফান্ড ” গঠন করেন। আমৃত্যু তিনি আইনজীবীদের পেশার মান বৃদ্ধির পাশাপাশি আইন পেশার উন্নয়ন ও কল্যাণে নিরলস ভাবে কাজ করে গেছেন।
বাবার মত তাঁকেও আইনজীবীদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল কে নির্বাচিত করার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন ডলার,পিপি এ্যাডঃ নাজমুল আজম,এ্যাডঃ রবিউল ইসলাম, এ্যাডঃ আব্দুস সাত্তার সহ জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ।