বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি এ কে এম গালিভ খাঁনের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদসহ নির্বাহী কমিটির সদস্যগণ।
সভায় সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি বিদ্যালয়ে ২টি করে স্কাউট গঠনে আমাদের জেলা ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এর আলোকে প্রকৃত ও সঠিকভাবে স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বিদ্যালয়ে প্যাক ও ট্রুুপ মিটিং নিয়মিতভাবে চর্চার জন্য সকলে প্রতি আহ্বান জানান। আগামী সেপ্টেম্বর মাসে জেলা স্কাউটসের ৫০ বছর পূর্তি উদ্যাপন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।