বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের শান্তিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শামসুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল্লাহ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, গোমস্তাপুরের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক।
বক্তারা বাংলা সনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন।