মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত ক্ষতিপূরণ দাবি বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা- ভাঙচুর, পরীক্ষা স্থগিত বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে নিরঙ্কুশ জয় আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেলের

বাকৃবিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৪২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে ঐ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ।

অনুষ্ঠানে জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. বেনতুন মাওয়ার সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের প্রসিকিউটর সৈকত দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এছাড়াও দেশের ২০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

মূল বক্তব্য উপস্থাপনকালে খোরশিদ আলম বলেন, দেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা মাদক। বর্তমানে ২১ থেকে ২৫ বছর বয়সের শতকরা ২৫ তরুণ সবচেয়ে বেশি মাদকদ্রব্যে আসক্ত। ১৬ থেকে ২০ বছরের বয়সে শতকরা ১৭ ভাগ তরুন মাদকে আসক্ত। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শতকরা ৪০ ভাগ শিক্ষার্থী মাদকে আসক্ত। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিতে হবে। ক্লাসের একটি অংশ মাদকের কুফল শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফলাফল করলে তার প্রতি অবহেলা করা যাবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম বলেন, মাদকের হটস্পট গুলো সনাক্ত করে মাদক নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাবে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে সেমিনারের আয়োজন করতে হবে। শিক্ষকরা সেমিনারে অর্জিত জ্ঞান মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে। এছাড়াও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও সেমিনারের আয়োজন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com