বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর বাগমারায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশান নামে নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।গ্রামাঞ্চলে জনগণের স্বাস্থ্য সেবার মান বাড়াতে উপজেলার বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকদের নিয়ে শনিবার দুপুরে (১৮ জানুয়ারী) উপজেলা সদর ভবানীগঞ্জ আঁত-তাবারা মডেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে কমিটির সভাপতি হিসেবে মোহনা নাসিং হোম এন্ড ডায়াগনষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আঁত-তাবারা মডেল হাসপাতালের
ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।এছাড়া এ্যাসোসিয়েশানের অন্য সদস্যরা হলেন, ফারজানা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারের পরিচালক মাহাবুর রহমানকে সিনিয়র সভাপতি, আল-আকসা ডায়াগনষ্টিক ন্টোরের
পরিচালক একরামুল হককে সহ-সভাপতি, স্পন্দন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আঃ রাজ্জাক কাননকে সাংগঠনিক সম্পাদক, শিখা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক রায়হান উল ইসলামকে কোষাধ্যক্ষ, জনতা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুল ইসলাম প্রচার সম্পাদক, মাদার মিশন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মিজানুর রহমান ও ফাহিম ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শাহাদৎ হোসেনকে নির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সকল পদধারীদের ভারপ্রাপ্ত হিসেবে প্রাথমিক ভাবে নির্বাচিত কমিটির দায়িত্ব অর্পন করা হয়েছে। এছাড়া কমিটি উপদেষ্টা হিসেবে ডা: আয়ুব আলী, ডা: সারোয়ার আলম, অধ্যক্ষ আসাদুল ইসলামকে কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়।অনুষ্ঠান কমিটির সভাপতি মোহনা নাসিং হোম এন্ড ডায়াগনষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম রেজুলেশন বই ও আনুসাঙ্গিক কাগতপত্র সাধারণ সম্পাদক আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমানের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন এলাকার গ্রাম্য চিকিৎসকগণ সহ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কমিটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।