বিডি ঢাকা ডট কম নিউজঃ প্রতিবেশী এক নারীর জানাজায় অংশ নিয়ে দাফনও সম্পন্ন করেছিলেন তিনি। এরপর সবাই বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী ও পরিবারের লোকজন একটি পানের বরজে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৮)। রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে তাঁর বাড়ি।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বল জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ দৌলতপুর গ্রামের এক নারী মারা যান। রাতেই জানাজার আয়োজন করা হয়। প্রতিবেশী হিসেবে ওই জানাজায় অংশ নেন আমিনুল ইসলাম। জানাজা শেষে অন্যরা বাড়িতে ফিরলেও আমিনুল ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। টর্চলাইট নিয়ে আশপাশের জঙ্গলেও খোঁজা হয়।
একপর্যায়ে ভোরের দিকে বাড়ির পাশের এক পানের বরজে তাঁর লাশ ঝুলতে দেখেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। সেখানে তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দেওয়া হয়। আজ সকাল সাড়ে নয়টায় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, টাকাপয়সা ও পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিকভাবে অস্বাভাবিক ও অশান্তিতে ছিলেন। এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে তাঁদের ধারণা।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানবরজ থেকে আমিনুলের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।