বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ সুষ্ঠ ও সুন্দর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ে, সমবায় অফিসারের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপত্বি করেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার সাজ্জাদ হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আরিফুল ইসলাম তপু, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজিদুল ইসলাম ও মাহফুজ রেজা প্রমূখ। উক্ত সভায় উপজেলার সকল সমবায় সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।