বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

বাগেরহাটে সাংবাদিকদের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাগেরহাটে বাংলা টিভি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সাংবাদিক ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ী।

বুধবার রাতের কোন একসময় বসত ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর ও আমি বাগেরহাটে পরিবার নিয়ে বসবাস করি। বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশিও অস্ত্র দিয়ে আলমারি ভেঙে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩ পিস আংটি নিয়ে যায়। যার ওজন তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশপাশের এলাকায় চুরি মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। এজন্য এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যেদিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com