নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লাল সবুজের নীড় পাবে ১৩১৯টি পরিবার। আশ্রয় প্রকল্প-২ এর প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের জন্য স্বপ্নের বাড়ি। পোড়া মাটির ইটের উপর পলেস্তার। লাল সবুজের রঙে রঞ্জিত আশ্রয় প্রকোল্পের সব নীড়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে ১৩০,শিবগঞ্জে ৭৩৭,গোমস্তাপুরে ৯৫,নাচোলে ২০০,ভোলাহাটে ১৫৭ টি গৃহহীন পরিবার ঠায় পাবে শেখ হানিসার উপাহারের চালের নিচে। প্রতিটি নীড় নির্মাণে খরচ হয়েছে ১লাখ ৭৫ হাজার টাকা। স্বপ্নের নীড়ে আছে দুটো রুম,রান্না ঘরসহ টয়লেট। আজ শনিবার (২৩ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে এই আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। মুজিববর্ষে গৃহহীনদের ঘর নির্মাণের মাধ্যমে শেখ হাসিনার করা অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। মুজিব বর্ষে শেখ হাসিনার উপহার স্বরূপ সারাদেশে ৬৬,১৮৯ গৃহহীন পরিবার ঘরগুলো পাচ্ছেন ঘর। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ উপজেলায় ১৩১৯ টি ঘরের প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। লাল সবুজের নীড় বরাদ্দ পাওয়া উপকারভোগী পরিবারদের আনন্দে আত্মহারা সকল সদস্যগণ।