বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের নিয়ে ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা।
ওরিয়েন্টশনে অতিথি ছিলেন, জেলা জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইউসোফ আলী, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, ঝিলিম ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনসহ অন্যরা। বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।