বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ মার্চ ২০২২ তারিখ আনুমানিক রাত ০২৫০ ঘটিকায় আজমতপুর
বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় ০২ জন
চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে কয়েকটি ব্যাগ ফেলে
দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে
মালিকবিহীন ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার
মূল্য-৩৭,২০০/- (সাইত্রিশ হাজার দুইশত) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।