বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ২০৩০ ঘটিকায় চকপাড়া
বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ৪৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর
সিজার মূল্য-১৮,০০০/- (আঠার হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ২৩০০ ঘটিকায় অত্র
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে বিশেষ টহল দল
সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪,০০০ পিস ইয়াবা
আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য- ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা। আটককৃত
ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৩। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ০২৫০ ঘটিকায়
সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ বাদশা মিয়া এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বারেক বাজার নামক
স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ফেন্সিডিল এর সিজার মূল্য- ৫৩,৬০০/- (তিপ্পান্ন হাজার ছয়শত) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৪। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।