বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় অত্র
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন, মোল্লা, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ
টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮-এস হতে আনুমানিক ০৫
গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট নামক স্থানে অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে ০১টি ভারতীয় পন্যবাহী ট্রাক
সোনামসজিদ পানামা পোর্টে পন্য আনলোড শেষে ভারতে ফেরত যাওয়ার সময় ট্রাকটি তল্লাশী করে ট্রাক
ড্রাইভারের সীটের নীচ হতে ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম (২৯৮.০৩ ভরি) (ওজনের মোট ১৪ (চৌদ্দ) টি
স্বর্ণের বার ১০ (দশ) ভরি ওজনের মোট ওজন ১৪০ (একশত চল্লিশ) ভরি, ০১টি স্বর্ণের বার ৮.৯ (আট
দশমিক নয়) ভরি মোট ১৫টি স্বর্ণের বার এর ওজন ০১ কেজি ৭৩৬.৭৬৯৬ গ্রাম (প্রতিটির গায়ে লেখা
আছে ১০ তোলা) ও তেজাবি পাকা স্বর্ণ ৩৫ (পঁয়ত্রিশ) টি যার ওজন ১৪৯.১৩২ ভরি মোট ওজন ০১ কেজি
৭৩৯.৪৭৫৬ গ্রাম) এবং ০১টি ট্রাকসহ (গাড়ী নম্বর WB23A9185, ইঞ্জিন নম্বর
269120100105JF-3, চেচিস নম্বর 426031BTZ202236) ভারতীয় নাগরিক ট্রাক ড্রাইভার রেন্টু
শেখ (৪০), পিতা-মাফাজুল শেখ, গ্রাম-মাহাদিপুর, ডাকঘর-উত্তর মাহাদিপুর, থানা-ইংলিশ বাজার, জেলা-
মালদা (ভারত) কে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বার এর মূল্য ২,২৮,৭৫,২১৩/- (দুই কোটি আটাশ
লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা এবং ট্রাক এর মূল্য ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকাসহ
সর্বমোট সিজার মূল্য-২,৬৮,৭৫,২১৩/-(দুই কোটি আটষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা।
আটককৃত স্বর্ণের বার ও ট্রাকসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।