বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৩১ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ২৩৪৫ ঘটিকায়
সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কামরুজ্জামান বিশ্বাস এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা নামক
স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা
এর সিজার মূল্য-২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ) টাকা। আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০১ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় চকপাড়া
বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ফেন্সিডিল এর সিজার মূল্য-৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।